আল্লাহ্ বলেন, “হে নবী, আপনি কি জানেন না, আল্লাহপাক কলেমা তৈয়বের উপমা
কিভাবে বর্ণনা করেছেন? সেটির উদাহরণ একটি পবিত্র বৃক্ষের মত যার মূল
অত্যন্ত দৃঢ়ভাবে (মানব-হৃদয়ে) প্রতিষ্ঠিত এবং শাখা-প্রশাখা আকাশে উত্থিত;
সেটি তার প্রভুর আদেশক্রমে সব ঋতুতে নিজ ফল দান করে। আর আল্লাহ্ মানুষের
জন্যে এমন উপমা দিয়ে থাকেন, যেন তারা মনোযোগী হতে পারে।” —কুরআন (
১৪ঃ২৪-২৫)।
Friday, 30 October 2015
Thursday, 29 October 2015
Wednesday, 28 October 2015
Saturday, 24 October 2015
Friday, 23 October 2015
Thursday, 22 October 2015
Wednesday, 21 October 2015
Post # 085
Category:
ভাবার্থমূলক কবিতা
আল্লাহ্ বলেন, “বল তো, কে তোমাদেরকে জলে ও স্থলে অন্ধকারে পথ দেখান এবং কে
তাঁর অনুগ্রহের পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন? আল্লাহর সঙ্গে আর
অন্য কোনো উপাস্য আছে কি? তারা যাকে শরীক করে, আল্লাহ তো তা হতে অনেক
ঊর্ধ্বে।” —কুরআন (২৭:৬৩)।
Tuesday, 13 October 2015
Sunday, 11 October 2015
Friday, 9 October 2015
Thursday, 8 October 2015
Sunday, 27 September 2015
Post # 080
Category:
ভাবার্থমূলক কবিতা
আল্লাহ বলেন, “(হে নবী) আপনি কি তাকে দেখেছেন যে ধর্মকে বা কিয়ামতের দিনকে
অবিশ্বাস করে? সে ঐ ব্যক্তি যে এতিমকে কর্কশ ভাষায় তাড়িয়ে দেয় এবং দরিদ্রকে
খাওয়াতে উৎসাহ দেয় না। সুতরাং, ঐ সব নামাজীদের জন্যে নির্ধারিত আছে আফসোস
বা শাস্তি— যারা নামাজে অন্যমনস্ক থাকে, লোক-দেখানো (সৎ) কাজ করে এবং
নিত্য-প্রয়োজনীয় সামান্য জিনিস দ্বারা অন্যের উপকার করে না।” —কুরআন
(১০৭ঃ১-৭)।
Wednesday, 23 September 2015
Post # 079
Category:
ভাবার্থমূলক কবিতা
"অতঃপর
যখন সে (হযরত ইসমাইল আঃ) তার পিতার (হযরত ইব্রাহীম আঃ) সঙ্গে কাজ করবার মত
বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখি যে তোমাকে আমি
যবেহ করছি, এখন তোমার অভিমত কী বল।’ সে বলল, ‘হে আমার পিতা! আপনি যা আদিষ্ট
হয়েছেন তা-ই করুন। ইনশা আল্লাহ, আপনি আমাকে ধৈর্য্যশীল পাবেন।" --কুরআন
(৩৭:১০২)।
Tuesday, 22 September 2015
Post # 078
Category:
জীবন-চরিত,
ভাবার্থমূলক কবিতা,
রচিত গ্রন্থ থেকে উদ্ধৃতি
সুফী হাবিবুর রহমান (রঃ) লিখেছেন, “অনেক দিন যাবত আমার মনে হজ্জ্ব করিবার জন্য প্রবল বাসনা ছিল। কিন্তু সংসার দেখাশুনার জন্য আমার পরিবারে কোন বয়স্ক সন্তানাদি না থাকায় আমি ইচ্ছা করিয়াছিলাম যে, আমার জ্যেষ্ঠ পুত্র খলিলুর রহমান বড় হইলে তাহার হাতে সংসারের ভার অর্পণ করিয়া আমি হজ্জ্বে যাইব। ১৯৪৫ সনের নভেম্বর মাসে এক বৃহস্পতিবার দিবাগত শুক্রবার পূর্ণিমার রাত্রে আমি স্বপ্নে দেখিলাম যে, আমার হাতে একখানা চিঠি আসিয়াছে, উহাতে নিম্নে বর্ণিত কবিতাটি লেখা ছিল:
‘কী হবে তোর স্ত্রী পুত্র দিয়ে, বল না দেখি বল,
ও তুই হজ্জ্ব করিতে শীঘ্র করি চল;
কাঁদ-কাঁদ ভাল করে যার চক্ষে আছে জল,
ও তুই হজ্জ্ব করিতে শীঘ্র করি চল।’
ও তুই হজ্জ্ব করিতে শীঘ্র করি চল;
কাঁদ-কাঁদ ভাল করে যার চক্ষে আছে জল,
ও তুই হজ্জ্ব করিতে শীঘ্র করি চল।’
আমি সজাগ হইয়া দেখিলাম যে, চক্ষের জলে বালিশ ভিজিয়া গিয়াছে। স্বপ্নে দৃষ্ট কবিতাটি যাহাতে স্মরণ রাখিতে পারি তাহার জন্য উহা পূর্ণিমার আলোতে বসিয়া কাগজে লিপিবদ্ধ করিয়া রাখিলাম।”
[সূত্রঃ লুকানো মানিক (১ম সংস্করণ)]
Monday, 21 September 2015
Post # 077
Category:
ভাবার্থমূলক কবিতা
আল্লাহ্ বলেন, “তোমাকে যে সম্পদ দান করেছি, তার দ্বারা পরকালের শান্তি নিকেতনের খোঁজ কর।” -কুরআন (২৮ঃ৭৭)।
“ধন-সম্পদ ও সন্তান-সন্ততি পৃথিবীর ক্ষণস্থায়ী সম্পদ মাত্র।” -কুরআন (১৮ঃ৪৬)।
“যারা পরকালের চিরস্থায়ী সম্পদ দ্বারা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ ক্রয় করে,
তাদের ওপর হতে দোজখের আযাব কখনো কমানো হবে না এবং তাদেরকে কোন প্রকার
সাহায্যও করা হবে না।” -কুরআন (০২ঃ৮৬)।
Sunday, 20 September 2015
Saturday, 12 September 2015
Saturday, 5 September 2015
Saturday, 29 August 2015
Sunday, 23 August 2015
Saturday, 22 August 2015
Post # 071
Category:
ভাবার্থমূলক কবিতা
আল্লাহ্ বলেন, “তোমাদেরকে সৃষ্টি করে যেরূপ একা দুনিয়াতে পাঠিয়েছিলাম, সব ছেড়ে সেরূপ একাই আমার নিকট এসেছ এবং যে সকল সম্পদ আমি তোমাদেরকে দিয়েছিলাম তা সমস্তই তোমাদের পেছনে (দুনিয়াতে) ফেলে এসেছ। তোমাদের পক্ষ সমর্থকগণ (দুনিয়ার বন্ধু-বান্ধবগণ) যাদেরকে তোমাদের সুখ-দুঃখের সাথী বলে নিশ্চিতরূপে ধারণা করতে, তাদের কাউকেও এখন তোমাদের সাথে দেখি না কেন? তাদের সঙ্গের তোমাদের বন্ধন (সম্পর্ক) এখন ছিন্ন হয়ে গিয়েছে এবং তোমাদের ধারণা আজ মিথ্যা প্রতিপন্ন হয়েছে।”- কুরআন (৬:৯৪)।
Friday, 21 August 2015
Post # 070
Category:
ভাবার্থমূলক কবিতা
হযরত (সঃ) বলেন- “দুনিয়ার সঙ্গে আমার কী সম্পর্ক? একজন পথিক বৃক্ষের
ছায়াতলে অল্পক্ষণ বিশ্রাম করে তারপর তা ত্যাগ করে যেমনি নিজ গন্তব্যস্থানে
চলে যায়; বৃক্ষের ছায়ার সঙ্গে তার যতটুকুন ক্ষণস্থায়ী সম্পর্ক, দুনিয়ার
সঙ্গে আমার সম্পর্ক ততটুকুর বেশি নয়।”- আহমদ, তিরমিযী।
হযরত (সঃ)
তাঁর প্রিয় সাহাবী ইবনে উমর (রাঃ)-কে একদিন বললেন- “দুনিয়াতে এইভাবে বাস কর
যেন তুমি এখানে একজন প্রবাসী (বিদেশী) বা পথিক এবং কবরে শায়িত মৃত
ব্যক্তির মত নিজেকে মনে কর।”- বুখারী।
Monday, 17 August 2015
Friday, 31 July 2015
Thursday, 30 July 2015
Wednesday, 29 July 2015
Tuesday, 28 July 2015
Monday, 27 July 2015
Sunday, 26 July 2015
Saturday, 25 July 2015
Friday, 24 July 2015
Thursday, 23 July 2015
Wednesday, 22 July 2015
Tuesday, 21 July 2015
Monday, 20 July 2015
Sunday, 19 July 2015
Saturday, 18 July 2015
Friday, 17 July 2015
Thursday, 16 July 2015
Post # 053
Category:
ভাবার্থমূলক কবিতা
আল্লাহ্ বলেন, “মানুষের জন্যে কি এমন একটি সময় ছিল না, যখন (সে এমন ছায়ার মত ছিল যে) বর্ণনার যোগ্য তার কিছুই ছিল না?”- কুরআন (৭৬:০১)।
“তোমরা কেমন করে আল্লাহর সাথে কুফরী করছো (তাঁর প্রতি অকৃতজ্ঞ হচ্ছো)? অথচ তোমরা ছিলে প্রাণহীন (তাঁর শানুল ইলমের মধ্যে আকৃতিবিহীন অবস্থায় আসল হাকীকাৎ নিয়ে বর্তমান ছিলে), তারপর তিনিই তোমাদেরকে জীবন্ত করলেন, তারপর তিনিই আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, তারপর তিনিই আবার জীবিত করবেন, আর তারপর তোমরা তাঁর কাছেই পুনরায় ফিরে যাবে।”- কুরআন (০২:২৮)।
Wednesday, 15 July 2015
Post # 052
Category:
ভাবার্থমূলক কবিতা
আল্লাহ্ বলেন, “মানুষের জন্যে কি এমন একটি সময় ছিল না, যখন (সে এমন ছায়ার মত ছিল যে) বর্ণনার যোগ্য তার কিছুই ছিল না?”- কুরআন (৭৬:০১)।
“তোমরা কেমন করে আল্লাহর সাথে কুফরী করছো (তাঁর প্রতি অকৃতজ্ঞ হচ্ছো)? অথচ তোমরা ছিলে প্রাণহীন (তাঁর শানুল ইলমের মধ্যে আকৃতিবিহীন অবস্থায় আসল হাকীকাৎ নিয়ে বর্তমান ছিলে), তারপর তিনিই তোমাদেরকে জীবন্ত করলেন, তারপর তিনিই আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, তারপর তিনিই আবার জীবিত করবেন, আর তারপর তোমরা তাঁর কাছেই পুনরায় ফিরে যাবে।”- কুরআন (০২:২৮)।
Tuesday, 14 July 2015
Monday, 13 July 2015
Post # 050
Category:
ভাবার্থমূলক কবিতা
আল্লাহ্ বলেন, “সেদিন (কিয়ামতের পুলসিরাত অতিক্রম করার সময়) দোযখবাসীরা উচ্চস্বরে বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, আমরা কি (দুনিয়াতে) তোমাদের সঙ্গে (এক সমাজভুক্ত) ছিলাম না? তারা (বেহেশতিগণ) বলবে- হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ, তোমরা পৃথিবীর আপাত মধুর প্রলোভনে মজে মজা লুটেছিলে, অপেক্ষা করছিলে এবং পরকালীন জীবনের বিষয় সন্দেহ পোষণ করছিলে এবং পার্থিব মোহ তোমাদেরকে (আখিরাত) ভুলিয়ে রেখেছিল-- যে পর্যন্ত না তোমাদের নিকট আল্লাহর আদেশ (মৃত্যুর সমন) এসেছিল। আর মহাপ্রতারক (শয়তান) তোমাদেরকে প্রতারিত করেছিল আল্লাহ্ সম্পর্কে। - কুরআন (৫৭:১৪)।
"আল্লাহর আদেশ ব্যতীত কোন প্রাণী মরতে পারে না এবং প্রত্যেকের মৃত্যুর জন্য নির্ধারিত আয়ুষ্কাল (সময়) আছে।”- কুরআন (০৩:১৪৫)।
Sunday, 12 July 2015
Saturday, 11 July 2015
Friday, 10 July 2015
Thursday, 9 July 2015
Wednesday, 8 July 2015
Tuesday, 7 July 2015
Monday, 6 July 2015
Sunday, 5 July 2015
Saturday, 4 July 2015
Subscribe to:
Posts (Atom)