[You can read the English translation of this page here]
সূফী হাবিবুর রহমান (রঃ), ফুরফুরার পীর সাহেব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী (রঃ) এবং তাঁর শ্রেষ্ঠ খলিফা হযরত মাওলানা শাহ সূফী নেছারউদ্দিন আহমদ (রঃ) উভয়ের নিকট হতে চিশতীয়া, কাদেরিয়া, নকশবন্দীয়া ও মোজাদ্দেদীয়া— এই চার তরীকার তালিমপ্রাপ্ত হয়েছেন এবং তাঁরা উভয়ে তাঁকে উক্ত তরীকাসমূহের জাহেরীভাবে লিখিত খেলাফত এবং বাতেনীভাবে স্বপ্নযোগে খেলাফত প্রদান করেছেন। প্রকাশ থাকে যে, উপরিউক্ত তরীকা চতুষ্টয় হুবহু হযরত (সঃ)-এর অনুকৃত এবং এদের সমষ্টি ‘তরীকায়ে মুহাম্মদীয়া’ নামে অভিহিত। সূফী হাবিবুর রহমান (রঃ) পরবর্তীকালে হযরত (সঃ) কর্তৃক স্বপ্নযোগে শিক্ষাপ্রাপ্ত হয়ে উক্ত চার তরীকার সমন্বয়ে সবকাদি সন্নিবেশ করে পূর্ণাঙ্গরূপে ‘মোহাম্মদীয়া তরীকা’ প্রবর্তন ও প্রকাশ করেন।
সিলসিলার
শাজারাহঃ
(ক)
তাঁর নক্শবন্দীয়া-মোজাদ্দেদীয়া তরীকার শাজারাহঃ
উপরিউক্ত নিসবাতের
ধারাবাহিক পূর্ণ তালিকা নিম্নরূপ:
*** শাফিউল মুজনিবীন
হযরত মুহাম্মদ মুস্তাফা (সঃ)
১) হযরত আবু বকর
সিদ্দিক (রঃ)
২) হযরত সালমান ফারসী (রঃ)
৩) হযরত কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর
(রঃ)
৪) হযরত ইমাম জাফর সাদিক (রঃ)
৫) হযরত ইমাম মুসা কাজেম (রঃ)
৬) হযরত ইমাম মূআলী রেজা (রঃ)
৭) হযরত শাইখ মারুফ
কারখী (রঃ)
৮) হযরত শাইখ আবুল
হাসান সররী সাকতী (রঃ)
৯) হযরত সাইয়েদুত্তায়েফা জোনায়েদ বোগদাদী
(রঃ)
১০) হযরত শাইখ আবু
বকর শিবলী (রঃ)
১১) হযরত শাইখ আবুল
কাসেম নাসিরাবাদী (রঃ)
১২) হযরত শাইখ আবু
আলী দাক্কাক (রঃ)
১৩) হযরত শাইখ আবুল
কাসেম কোশায়রী (রঃ)
১৪) হযরত খাজা আবু
আলী ফারমোদী (রঃ)
১৫) হযরত খাজা আবু
ইউসুফ হামদানী (রঃ)
১৬) হযরত খাজায়ে
খাজেগান আবদুল খালেক গেজদাওয়ানী (রঃ)
১৭) হযরত খাজা আরেফ
রেওগড়ী (রঃ)
১৮) হযরত খাজা মাহমুদ
আঞ্জীর ফাগনুভী (রঃ)
১৯) হযরত খাজা
আজিজানে আলী রামিৎনী (রঃ)
২০) হযরত খাজা
মুহাম্মদ বাবা সাম্মাসি (রঃ)
২১) হযরত খাজা সাইদ
আমির কুল্লাল (রঃ)
২২) শরিয়াত তরীকাতের
ইমাম হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দী বোখারী (রঃ)।
(তাঁর
বুজর্গীর জন্যে এই তরীকা নকশবন্দীয়া নামে খ্যাত হয়েছে)।
২৩) কুতুবুল এরশাদ
হযরত খাজা আলাউদ্দিন আত্তার (রঃ)
২৪) হযরত মাওলানা
ইয়াকুব চারখী (রঃ)
২৫) হযরত মাওলানা
ওবায়দুল্লাহ আহরার (রঃ)
২৬) হযরত মাওলানা
মুহাম্মদ জাহেদ (রঃ)
২৭) হযরত খাজা দরবেশ
মোহাম্মদ (রঃ)
২৮) হযরত মাওলানা
খাওয়াজেগী আমকাঙ্গী (রঃ)
২৯) হযরত খাজা বাকী
বিল্লাহ (রঃ)
৩০) হযরত ইমামে
রব্বানী কাইউমে জমানী মোজাদ্দেদ আল ফেসানী
শাইখ আহমদ ফারুকী সারহেন্দী (রঃ)।
(তাঁর
খেতাব অনুসারে এই তরিকা মোজাদ্দেদীয়া তরীকা নামে বিখ্যাত হয়েছে)।
৩১) হযরত শাইখ আদম
বেন্নুরী (রঃ)
৩২) হযরত শাইখ
আবদুল্লাহ আকবর আবাদী (রঃ)
৩৩) হযরত মাওলানা
আব্দুর রহিম মোহাদ্দেছে দেহলভী (রঃ)
৩৪) হযরত মাওলানা শাহ
অলিউল্লাহ দেহলভী (রঃ)
৩৫) হযরত মাওলানা শাহ
আবদুল আজিজ দেহলভী (রঃ)
৩৬) হযরত মাওলানা শাহ
সৈয়দ আহমাদ বেরেলুভী (রঃ)
৩৭) হযরত মাওলানা শাহ
সূফী নূর মুহাম্মদ নিজামপুরী (রঃ)
৩৮) কুতুবুল এরশাদ
হযরত মাওলানা সূফী ফতেহ আলী বর্ধমানী (রঃ)
৩৯) মোজাদ্দেদে জামান
হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী (রঃ)
৪০) কুতুবুল এরশাদ
মৌলভী সূফী হাবিবুর রহমান (রঃ)
এভাবে তাঁর চিশতীয়া ও
কাদেরীয়া তরীকার শাজারাহও সঠিকভাবে যথাক্রমে হযরত খাজা মঈন উদ্দীন চিশতী (রঃ) ও হযরত
আবদুল কাদির জিলানী (রঃ)-এর মাধ্যমে হযরত আলী (রাঃ) হয়ে হযরত (সঃ) পর্যন্ত
পৌঁছেছে।
(খ) তাঁর মুহাম্মদীয়া তরীকার
শাজারাহঃ
হযরত (সঃ) স্বপ্নযোগে
দেখা দিয়া তাঁকে এই তরীকা শিক্ষা দিয়েছেনঃ
১) শাফিউল মুজনিবীন
হযরত মুহাম্মদ মুস্তাফা (সঃ)
২) কুতুবুল এরশাদ
মৌলভী সূফী হাবিবুর রহমান (রঃ)।
তথ্যসূত্রঃ
ক্রমিক নং
|
গ্রন্থের নাম
|
প্রকাশকাল
|
লেখক /
সম্পাদক
|
১।
|
আল্লাহ্ প্রাপ্তির সোজা পথ
|
৪র্থ সংস্করণ, ২০০৭ ইং
|
সুফী হাবিবুর রহমান (রঃ)
|
২।
|
লুকানো মানিক
|
১ম সংস্করণ, ২০০২ ইং
|
মৌলভী মুহাম্মদ মাহমুদুল হক
মৌলভী মোহাম্মদ জিয়াউল ইসলাম
মাওলানা নুর মোহাম্মদ
|