আল্লাহ্ বলেন, “তোমাদের প্রতি তাঁর অসীম করুণাবশত তিনি তোমাদের জন্যে রাত ও
দিন সৃষ্টি করেছেন, যেন দিনের বেলায় তোমরা তাঁর অনুগ্রহ (রিযিক) অন্বেষণ
করতে পারো এবং (পরিশ্রান্ত হওয়ার পর) রাতে বিশ্রাম করতে পারো এবং এইজন্যে
তোমাদের উচিত তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।” —কুরআন (২৮ঃ৭৩)
No comments:
Post a Comment