Saturday, 24 October 2015

Post # 088



আল্লাহ্‌ বলেন, “তোমাদের প্রতি তাঁর প্রেমের আরেকটি নিদর্শন এই যে, রাতে ও দিনে তোমাদের নিদ্রা এবং তাঁর অনুগ্রহ (রিযিক ইত্যাদি) অন্বেষণ। নিশ্চয়ই এতে শ্রবণকারীদের (যারা মনোযোগ দিয়ে উপদেশ শোনে তাদের) জন্যে (তাঁর প্রেমের) বহু নিদর্শন রয়েছে।” —কুরআন (৩০ঃ২৩)।


No comments:

Post a Comment