Friday 21 August 2015

Post # 070



হযরত (সঃ) বলেন- “দুনিয়ার সঙ্গে আমার কী সম্পর্ক? একজন পথিক বৃক্ষের ছায়াতলে অল্পক্ষণ বিশ্রাম করে তারপর তা ত্যাগ করে যেমনি নিজ গন্তব্যস্থানে চলে যায়; বৃক্ষের ছায়ার সঙ্গে তার যতটুকুন ক্ষণস্থায়ী সম্পর্ক, দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক ততটুকুর বেশি নয়।”- আহমদ, তিরমিযী।

হযরত (সঃ) তাঁর প্রিয় সাহাবী ইবনে উমর (রাঃ)-কে একদিন বললেন- “দুনিয়াতে এইভাবে বাস কর যেন তুমি এখানে একজন প্রবাসী (বিদেশী) বা পথিক এবং কবরে শায়িত মৃত ব্যক্তির মত নিজেকে মনে কর।”- বুখারী।


No comments:

Post a Comment