Tuesday 22 September 2015

Post # 078



সুফী হাবিবুর রহমান (রঃ) লিখেছেন, “অনেক দিন যাবত আমার মনে হজ্জ্ব করিবার জন্য প্রবল বাসনা ছিল। কিন্তু সংসার দেখাশুনার জন্য আমার পরিবারে কোন বয়স্ক সন্তানাদি না থাকায় আমি ইচ্ছা করিয়াছিলাম যে, আমার জ্যেষ্ঠ পুত্র খলিলুর রহমান বড় হইলে তাহার হাতে সংসারের ভার অর্পণ করিয়া আমি হজ্জ্বে যাইব। ১৯৪৫ সনের নভেম্বর মাসে এক বৃহস্পতিবার দিবাগত শুক্রবার পূর্ণিমার রাত্রে আমি স্বপ্নে দেখিলাম যে, আমার হাতে একখানা চিঠি আসিয়াছে, উহাতে নিম্নে বর্ণিত কবিতাটি লেখা ছিল:

‘কী হবে তোর স্ত্রী পুত্র দিয়ে, বল না দেখি বল,
ও তুই হজ্জ্ব করিতে শীঘ্র করি চল;
কাঁদ-কাঁদ ভাল করে যার চক্ষে আছে জল,
ও তুই হজ্জ্ব করিতে শীঘ্র করি চল।’

আমি সজাগ হইয়া দেখিলাম যে, চক্ষের জলে বালিশ ভিজিয়া গিয়াছে। স্বপ্নে দৃষ্ট কবিতাটি যাহাতে স্মরণ রাখিতে পারি তাহার জন্য উহা পূর্ণিমার আলোতে বসিয়া কাগজে লিপিবদ্ধ করিয়া রাখিলাম।”

[সূত্রঃ লুকানো মানিক (১ম সংস্করণ)]


No comments:

Post a Comment