Monday 13 July 2015

Post # 050



আল্লাহ্‌ বলেন, “সেদিন (কিয়ামতের পুলসিরাত অতিক্রম করার সময়) দোযখবাসীরা উচ্চস্বরে বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, আমরা কি (দুনিয়াতে) তোমাদের সঙ্গে (এক সমাজভুক্ত) ছিলাম না? তারা (বেহেশতিগণ) বলবে- হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ, তোমরা পৃথিবীর আপাত মধুর প্রলোভনে মজে মজা লুটেছিলে, অপেক্ষা করছিলে এবং পরকালীন জীবনের বিষয় সন্দেহ পোষণ করছিলে এবং পার্থিব মোহ তোমাদেরকে (আখিরাত) ভুলিয়ে রেখেছিল-- যে পর্যন্ত না তোমাদের নিকট আল্লাহর আদেশ (মৃত্যুর সমন) এসেছিল। আর মহাপ্রতারক (শয়তান) তোমাদেরকে প্রতারিত করেছিল আল্লাহ্‌ সম্পর্কে। - কুরআন (৫৭:১৪)।

"আল্লাহর আদেশ ব্যতীত কোন প্রাণী মরতে পারে না এবং প্রত্যেকের মৃত্যুর জন্য নির্ধারিত আয়ুষ্কাল (সময়) আছে।”- কুরআন (০৩:১৪৫)।


No comments:

Post a Comment