Wednesday 11 February 2015

Post # 011



আল্লাহ্‌ বলেন, “জেনে রাখো যে, এই পার্থিব ক্ষণস্থায়ী জীবন তো (শিশুর) খেলাধুলা, আমোদ-প্রমোদ, খাওয়া-দাওয়া, বেশ-ভূষা, পরস্পরের মধ্যে গর্ব-বাহাদুরি এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করার প্রতিযোগিতারই সমষ্টি—এ ছাড়া আর কিছুই নয়। এর উপমা বৃষ্টি, যা দ্বারা উৎপন্ন শস্য-সম্ভার কৃষকদের চমৎকৃত করে, তারপর যা শুকিয়ে যায়, ফলে তুমি তা হলুদ রঙের দেখতে পাও, অবশেষে তা খড়-কুটোয় পরিণত হয়। পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। সুতরাং পার্থিব ক্ষণস্থায়ী জীবন ধোঁকা ছাড়া আর কিছুই নয়।” [আল কুরআন, ৫৭:২০]


No comments:

Post a Comment