Monday 9 February 2015

Post # 010



আল্লাহ্‌ বলেন, “আকাশ ও ভূ-মণ্ডলের সৃষ্টির মধ্যে এবং রাত ও দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য (আল্লাহর অস্তিত্বের) নিদর্শন আছে। [আল কুরআন, ০৩:১৯০]

(আল্লাহপাক নাস্তিকদেরকে জিজ্ঞেস করছেন)—“এই জগতবাসী কি স্রষ্টা ছাড়াই সৃষ্ট হয়েছে অথবা তারা কি পরস্পর একে অন্যকে সৃষ্টি করেছে; অথবা আকাশ ও ভূ-মণ্ডল তারাই কি সৃষ্টি করেছে? (এই সকল প্রশ্ন মাঝে মাঝে নাস্তিকদিগের মনকেও আন্দোলিত করে) কিন্তু তারা তা বুঝেও বোঝে না। [আল কুরআন, ৫২:৩৫-৩৬]

“করুণাময়ের সৃষ্টির মধ্যে তোমরা কোনও অমিল দেখতে পাবে না; পুনরায় ভালোভাবে তাকিয়ে দেখ তাতে কোন প্রকার বিশৃঙ্খলা দেখ কিনা? [আল কুরআন, ৬৭:০৩]

“তোমার প্রভুর অস্তিত্ব সম্পর্কে এটাই কি যথেষ্ট নয় যে তাঁর সুতীক্ষ্ণ পর্যবেক্ষণের দরুন সৃষ্ট জগতের সর্ববিধ ব্যাপার সুচারুরূপে চলছে। [আল কুরআন, ৪১:৫৩]


No comments:

Post a Comment