Sunday 1 February 2015

Post # 04



"তিনি সকলকে খাওয়ান কিন্তু তাঁর নিজের খাওয়ার প্রয়োজন নাই।" [আল কুরআন ০৬:১৪]

"আমি আমার বান্দার কাছ থেকে রিযক চাই না এবং তারা আমাকে খাওয়াবে এমন কোন আশা করাও দরকার পড়ে না, কারণ আল্লাহ্‌ সকলের রিযকদাতা, ক্ষমতাশালী ও বলবান।" [আল কুরআন ৫১:৫৭-৫৮]

"পৃথিবীর সবকিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন।" [আল কুরআন ০২:২৯]

"আকাশ ও ভূমণ্ডলে যা কিছু আছে তা তিনি স্ব-ইচ্ছায় (তোমাদের বিনা প্রার্থনায়) তোমাদের পদানত করে দিয়েছেন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্যে তাঁর করুণার নিদর্শন আছে।" [আল কুরআন ৪৫:১৩]

"যদি তোমরা তাঁর নিয়ামত গণনা করতে ইচ্ছে কর, তবে গণনা করে তা শেষ করতে পারবে না।"
[আল কুরআন ১৬:১৮]


No comments:

Post a Comment