Friday 20 March 2015

Post # 015



“তোমরা কি মনে করেছ যে, আমি তোমাদেরকে (ক্রীড়া-কৌতুকে লিপ্ত থাকার জন্যে) অনর্থকই সৃষ্টি করেছি এবং তোমরা কি (কর্মের প্রতিফল গ্রহণ করার জন্যে) আমার নিকট ফিরে আসবে না?” [আল কুরআন, ২৩:১১৫]

যে কাজ আল্লাহকে ভুলিয়ে মানুষকে সংসারে লিপ্ত রাখে তা-ই ক্রীড়া। আল্লাহপাক মানুষকে ক্রীড়াতে লিপ্ত থাকার জন্যে সৃষ্টি করেন নাই বরং তিনি তাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে, তাদের দ্বারা যেন তাঁর অস্তিত্ব ও গুণগরিমা উজ্জ্বলভাবে প্রকাশ পায় ও তারা যেন তাঁর মহিমা, করুণা ও দানের প্রতি দৃষ্টি রেখে (তাঁর সৃষ্ট পদার্থের মোহে পড়ে তাঁকে ভুলে না যেয়ে), সবসময় তাঁর নিকট কৃতজ্ঞ থাকে ও তাঁর গুণগান করে। - সূফী হাবিবুর রহমান (রঃ)।


No comments:

Post a Comment