Friday, 30 October 2015

Post # 091



আল্লাহ্‌ বলেন, “হে নবী, আপনি কি জানেন না, আল্লাহপাক কলেমা তৈয়বের উপমা কিভাবে বর্ণনা করেছেন? সেটির উদাহরণ একটি পবিত্র বৃক্ষের মত যার মূল অত্যন্ত দৃঢ়ভাবে (মানব-হৃদয়ে) প্রতিষ্ঠিত এবং শাখা-প্রশাখা আকাশে উত্থিত; সেটি তার প্রভুর আদেশক্রমে সব ঋতুতে নিজ ফল দান করে। আর আল্লাহ্‌ মানুষের জন্যে এমন উপমা দিয়ে থাকেন, যেন তারা মনোযোগী হতে পারে।” —কুরআন ( ১৪ঃ২৪-২৫)।


Thursday, 29 October 2015

Post # 090



আল্লাহ্‌ বলেন, “তোমাদের প্রতি তাঁর অসীম করুণাবশত তিনি তোমাদের জন্যে রাত ও দিন সৃষ্টি করেছেন, যেন দিনের বেলায় তোমরা তাঁর অনুগ্রহ (রিযিক) অন্বেষণ করতে পারো এবং (পরিশ্রান্ত হওয়ার পর) রাতে বিশ্রাম করতে পারো এবং এইজন্যে তোমাদের উচিত তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।” —কুরআন (২৮ঃ৭৩)


Wednesday, 28 October 2015

Post # 089





আল্লাহ্‌ বলেন, “তোমাদের প্রতি তাঁর প্রেমের নিদর্শনগুলোর মধ্যে রয়েছে, তিনি তোমাদেরকে আশা ও ভয় সঞ্চারকরূপে প্রদর্শন করেন বিদ্যুৎ এবং আকাশ হতে পানি বর্ষণ করেন, যা দ্বারা ভূমিকে পুনরুজ্জীবিত করেন সেটির মৃত্যুর পর। নিশ্চয়ই এতে বুদ্ধিমান লোকেদের জন্য (তাঁর প্রেমের) বহু নিদর্শন রয়েছে।” —কুরআন (৩০:২৪)।