Friday, 31 July 2015

Post # 068



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Thursday, 30 July 2015

Post # 067



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Wednesday, 29 July 2015

Post # 066



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Tuesday, 28 July 2015

Post # 065



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Monday, 27 July 2015

Post # 064



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Sunday, 26 July 2015

Post # 063



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Saturday, 25 July 2015

Post # 062



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Friday, 24 July 2015

Post # 061

মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Thursday, 23 July 2015

Post # 060



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Wednesday, 22 July 2015

Post # 059



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Tuesday, 21 July 2015

Post # 058



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Monday, 20 July 2015

Post # 057



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Sunday, 19 July 2015

Post # 056



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Saturday, 18 July 2015

Post # 055



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Friday, 17 July 2015

Post # 054



আল্লাহ্‌ বলেন, “প্রবহমান মহাকালের ভাটিয়াল স্রোতে সকল মানুষই সর্বক্ষণ আয়ুষ্কালের মুহূর্তগুলো অপচয়ের দ্বারা মহা ক্ষতির দিকে ভেসে চলেছে, শুধু তারা ব্যতীত, যারা ঈমান এনেছে এবং নিজেরাও সৎকাজ করে আর অপরকেও ধৈর্যের সাথে সৎকাজে লেগে থাকার উপদেশ দান করে।” - সূরা আসর।


Thursday, 16 July 2015

Post # 053



আল্লাহ্‌ বলেন, “মানুষের জন্যে কি এমন একটি সময় ছিল না, যখন (সে এমন ছায়ার মত ছিল যে) বর্ণনার যোগ্য তার কিছুই ছিল না?”- কুরআন (৭৬:০১)।

“তোমরা কেমন করে আল্লাহর সাথে কুফরী করছো (তাঁর প্রতি অকৃতজ্ঞ হচ্ছো)? অথচ তোমরা ছিলে প্রাণহীন (তাঁর শানুল ইলমের মধ্যে আকৃতিবিহীন অবস্থায় আসল হাকীকাৎ নিয়ে বর্তমান ছিলে), তারপর তিনিই তোমাদেরকে জীবন্ত করলেন, তারপর তিনিই আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, তারপর তিনিই আবার জীবিত করবেন, আর তারপর তোমরা তাঁর কাছেই পুনরায় ফিরে যাবে।”- কুরআন (০২:২৮)।


Wednesday, 15 July 2015

Post # 052



আল্লাহ্‌ বলেন, “মানুষের জন্যে কি এমন একটি সময় ছিল না, যখন (সে এমন ছায়ার মত ছিল যে) বর্ণনার যোগ্য তার কিছুই ছিল না?”- কুরআন (৭৬:০১)।

“তোমরা কেমন করে আল্লাহর সাথে কুফরী করছো (তাঁর প্রতি অকৃতজ্ঞ হচ্ছো)? অথচ তোমরা ছিলে প্রাণহীন (তাঁর শানুল ইলমের মধ্যে আকৃতিবিহীন অবস্থায় আসল হাকীকাৎ নিয়ে বর্তমান ছিলে), তারপর তিনিই তোমাদেরকে জীবন্ত করলেন, তারপর তিনিই আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, তারপর তিনিই আবার জীবিত করবেন, আর তারপর তোমরা তাঁর কাছেই পুনরায় ফিরে যাবে।”- কুরআন (০২:২৮)।


Tuesday, 14 July 2015

Post # 051



আল্লাহ্‌ বলেন, “তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দূর্গে অবস্থান করলেও।”- কুরআন (৪ঃ৭৮)।


Monday, 13 July 2015

Post # 050



আল্লাহ্‌ বলেন, “সেদিন (কিয়ামতের পুলসিরাত অতিক্রম করার সময়) দোযখবাসীরা উচ্চস্বরে বেহেশতবাসীদেরকে ডেকে বলবে, আমরা কি (দুনিয়াতে) তোমাদের সঙ্গে (এক সমাজভুক্ত) ছিলাম না? তারা (বেহেশতিগণ) বলবে- হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ, তোমরা পৃথিবীর আপাত মধুর প্রলোভনে মজে মজা লুটেছিলে, অপেক্ষা করছিলে এবং পরকালীন জীবনের বিষয় সন্দেহ পোষণ করছিলে এবং পার্থিব মোহ তোমাদেরকে (আখিরাত) ভুলিয়ে রেখেছিল-- যে পর্যন্ত না তোমাদের নিকট আল্লাহর আদেশ (মৃত্যুর সমন) এসেছিল। আর মহাপ্রতারক (শয়তান) তোমাদেরকে প্রতারিত করেছিল আল্লাহ্‌ সম্পর্কে। - কুরআন (৫৭:১৪)।

"আল্লাহর আদেশ ব্যতীত কোন প্রাণী মরতে পারে না এবং প্রত্যেকের মৃত্যুর জন্য নির্ধারিত আয়ুষ্কাল (সময়) আছে।”- কুরআন (০৩:১৪৫)।


Sunday, 12 July 2015

Post # 049



আল্লাহ্‌ বলেন, “তাদের প্রত্যেকে হাজার বছর বাঁচার আকাঙ্ক্ষা করে; কিন্তু দীর্ঘ আয়ু তাদেরকে শাস্তি হতে দূরে রাখতে পারবে না। তারা যা কিছু করে, আল্লাহ তা দেখেন।” - কুরআন (০২:৯৬)।


Saturday, 11 July 2015

Post # 048



আল্লাহ্‌ বলেন, "নিজ কর্ম অনুযায়ী সকল মানুষই বেহেশতি ও দোযখি- এই প্রধান দুই দলে বিভক্ত (৪২:০৭)। তৎপর আল্লাহ্ উহার মৃত্যু ঘটান এবং উহাকে কবরস্থ করেন (৮০:২১)।"


Friday, 10 July 2015

Post # 047



আল্লাহ বলেন, “এতেও কি এদের জ্ঞানের চোখ ফোটে না যে, এদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে বিনাশ করেছি। যারা গত হবার পর (কবরে যাওয়ার পর) আর নিজ ঘরে ফিরে আসতে পারেনি।”- কুরআন (৩৬:৩১)।


Thursday, 9 July 2015

Post # 046



আল্লাহ্‌ বলেন, “এটিও কি তাদেরকে সৎপথ দেখাচ্ছে না যে, আমি তাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি, তাদের খালি করা ঘরে তারা বিচরণ করছে, নিশ্চয়ই এতে বিবেক সম্পন্নদের জন্যে নিদর্শন আছে।”
- কুরআন ( ২০ঃ১২৮)।


Wednesday, 8 July 2015

Post # 045



আল্লাহ্‌ বলেন, “কিয়ামতের ঘটনাও চক্ষের পলকের ন্যায় বরং তা হতেও সত্বর (১৬:৭৭)। যেদিন তারা এটি (কিয়ামত) প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যে, তারা যেন পৃথিবীতে মাত্র একটি বিকাল কিংবা একটি সকাল অবস্থান করেছে।”
- কুরআন (৭৯:৪৬)।


Tuesday, 7 July 2015

Post # 044



আল্লাহ বলেন, “সৎকাজের প্রতিযোগিতায় কে কতদূর শ্রেষ্ঠত্বের পরিচয় দিতে পারবে, তা পরীক্ষা করার উদ্দেশ্যে সর্বশক্তিমান আল্লাহ তোমাদেরকেকে জন্ম ও মৃত্যুর অধীন করেছেন।”- কুরআন (৬৭:০১-০২)।


Monday, 6 July 2015

Post # 043



আল্লাহ্‌ বলেন, “প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন রাখে, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও।” - কুরআন (১০২:০১-০২)।


Sunday, 5 July 2015

Post # 042



আল্লাহ বলেন, “ওহে মানুষ! আমি তোমাকে মাটির দ্বারা সৃষ্টি করেছি এবং তার মধ্যেই তোমাকে আবার প্রত্যাবর্তন করাব এবং তা হতে তোমাকে আর একবার বের করব।”
-কুরআন (২০ঃ৫৫)।


Saturday, 4 July 2015

Post # 041



আল্লাহ বলেন- “জ্বীন ও মানুষ (আমার মারেফাৎ লাভ করতঃ) আমার ইবাদত করবে- এই উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি তাদেরকে সৃষ্টি করি নাই। তাদের নিকট হতে রিযিক পাওয়া বা তারা আমাকে খাওয়াবে, আমার এর প্রয়োজনও নাই এবং (তাদের সৃষ্টির মধ্যে) আমার অমন কোন উদ্দেশ্যও নাই।
-- কুরআন (৫১ঃ৫৬-৫৭)।


Friday, 3 July 2015

Post # 040



আল্লাহ্ বলেন, “দুষ্কৃতিকারী পাপীরা কি মনে করে যে, আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব, যারা ঈমান আনে ও সৎকর্ম করে? ওদের ধারণা কতই না মন্দ!”- কুরআন (৪৫:২১)।


Thursday, 2 July 2015

Post # 039



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Wednesday, 1 July 2015

Post # 038



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।