Thursday 18 June 2015

Post # 025



আল্লাহ্‌ বলেন, “যে পরকালের ফসল (পরকালীন কল্যাণ ও সুখ-সম্পদ) কামনা করে, আমি তাকে অধিকতর ফসল প্রদান করি; পক্ষান্তরে যে দুনিয়ার ফসল (পার্থিব সম্পদ) আকাঙ্খা করে, সে তার তকদির অনুযায়ী পৃথিবীতেই তার কিছু পেয়ে থাকে এবং পরকালে সে পারলৌকিক সম্পদের কিছুই পাবে না।” [আল কুরআন, ৪২:২০]


No comments:

Post a Comment