Tuesday, 30 June 2015

Post # 037



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Monday, 29 June 2015

Post # 036



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Sunday, 28 June 2015

Post # 035



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Saturday, 27 June 2015

Post # 034



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Friday, 26 June 2015

Post # 033



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Thursday, 25 June 2015

Post # 032



মুনাজাতে এমন আকুতিভরা ভাষায় আল্লাহকে ডাকতেন, আল্লাহর স্তুতি গাইতেন সুফী হাবিবুর রহমান (রঃ); তাঁর দীর্ঘ মুনাজাতের অংশবিশেষ।


Wednesday, 24 June 2015

Post # 031



আল্লাহ্‌ বলেন, "কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না (কোন সময়) কোন স্থানে তার মৃত্যু ঘটবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ব বিষয়ে অবগত।" [কুরআন, ৩১:৩৪]


Tuesday, 23 June 2015

Post # 030



"আকাশ ও ভূমণ্ডলে যা কিছু আছে তা তিনি স্ব-ইচ্ছায় (তোমাদের বিনা প্রার্থনায়) তোমাদের পদানত করে দিয়েছেন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্যে তাঁর করুণার নিদর্শন আছে।" [আল কুরআন ৪৫:১৩]


Monday, 22 June 2015

Post # 029



আল্লাহ্‌ বলেন, "সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য, যিনি (নিঃস্বার্থভাবে) বিশ্বজগৎ প্রতিপালন করছেন।" [আল কুরআন, ০১:০১]

"তিনি সকলকে (রিযিক সৃষ্টি করতঃ) খাওয়ান অথচ নিজে খান না (নিজের খাওয়ার প্রয়োজন নাই)।" [আল কুরআন, ০৬:১৪]

"তারা আমাকে উপজীবিকা প্রদান করবে অথবা আমাকে খাওয়াবে—এমন কোন উদ্দেশ্য (বা প্রয়োজন) আমার নাই। কারণ আমি (আল্লাহ্‌) সকলের রিযিকদাতা, সর্বপ্রকার ক্ষমতার অধিকারী ও মহাশক্তিশালী।" [আল কুরআন, ৫১:৫৭-৫৮]


Sunday, 21 June 2015

Post # 028



আল্লাহ্‌ বলেন, "তোমাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে বিনাশ করেছি। তুমি কি তাদের কাউকেও দেখতে পাও অথবা (তাদের পায়ের ক্ষীণতম) পদধ্বনিও শুনতে পাও?" [আল কুরআন, ১৯:৯৮]


Saturday, 20 June 2015

Post # 027



আল্লাহ্‌ বলেন, "তোমাদের পূর্বে আমি কত মানবগোষ্ঠীকে বিনাশ করেছি। তুমি কি তাদের কাউকেও দেখতে পাও অথবা (তাদের পায়ের ক্ষীণতম) পদধ্বনিও শুনতে পাও?" [আল কুরআন, ১৯:৯৮]


Friday, 19 June 2015

Post # 026



আল্লাহ্‌ বলেন, "আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ গঠনে সৃষ্টি করেছি; তারপর (তাদের স্বীয় কৃতকার্যের দরুণ) তাকে সবচাইতে নিকৃষ্ট স্তরে নিক্ষিপ্ত করে থাকি।" [আল কুরআন, ৯৫:৪-৫]


Thursday, 18 June 2015

Post # 025



আল্লাহ্‌ বলেন, “যে পরকালের ফসল (পরকালীন কল্যাণ ও সুখ-সম্পদ) কামনা করে, আমি তাকে অধিকতর ফসল প্রদান করি; পক্ষান্তরে যে দুনিয়ার ফসল (পার্থিব সম্পদ) আকাঙ্খা করে, সে তার তকদির অনুযায়ী পৃথিবীতেই তার কিছু পেয়ে থাকে এবং পরকালে সে পারলৌকিক সম্পদের কিছুই পাবে না।” [আল কুরআন, ৪২:২০]


Wednesday, 17 June 2015

Post # 024



"আল্লাহর বান্দার জন্যে তিনিই কি যথেষ্ট নন?" [আল কুরআন, ৩৯:৩২]


Wednesday, 10 June 2015

Post # 023



আল্লাহ্‌ বলেন, "এই পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক ব্যতীত আর কিছুই নয়, পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন, হায়—যদি তারা জানতো!" [আল কুরআন, ২৯:৬৪]


Tuesday, 9 June 2015

Post # 022



আল্লাহ্‌ জিজ্ঞেস করেন, “ওহে মানুষ! তোমার যেই করুণাময় প্রভু তোমাকে ভালোবাসার সাথে নিখুঁতভাবে সৃষ্টি করে তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন এবং (মেয়ে বা পুরুষ) যে আকৃতিতে ইচ্ছা তোমাকে গঠন করেছেন, কীসের মোহে তাঁকে ভুলে রইলে?" [আল কুরআন, ৮২:৬-৮]


Monday, 8 June 2015

Post # 021



"তোমার কাছে যা কিছু সম্পদ আছে তা সমুদয়ই আল্লাহ্‌ তোমাকে দিয়েছেন।" [আল কুরআন, ১৬:৫৩]

 "তাঁর সমতুল্য আর কেউ-ই নেই।" [আল কুরআন, ১১২:০৪]


Sunday, 7 June 2015

Post # 020



"পৃথিবীতে যতগুলো গাছ আছে তার দ্বারা যদি কলম বানানো হয় এবং যতগুলো সাগর আছে তার সঙ্গে আরও সাতটি সাগর যোগ করে কালি তৈরি করে যদি আল্লাহর গুণগান লেখা হয় তাহলেও তাঁর গুণগানের বর্ণনা শেষ হবে না; নিশ্চয়ই আল্লাহ্‌ মহাশক্তিশালী ও মহাজ্ঞানী।"
[আল কুরআন, ৩১:২৭]


Saturday, 6 June 2015

Post # 019



"সপ্ত-আকাশ ও ভূ-মণ্ডল এবং তাদের মধ্যে যা কিছু আছে তা সমুদয়ই তাঁর গুণগান করে এবং এমন কোনো পদার্থই নাই যা প্রশংসার সাথে তাঁর গুণগান না করে; কিন্তু তাদের গুণগান তোমরা বুঝতে পারছো না।"
[আল কুরআন, ১৭:৪৪]


Monday, 1 June 2015

Post # 018



হযরত (সঃ) বলেন, "করুণাময়ের ইবাদত কর, (তাঁর সৃষ্ট জীব জগতকে) খাদ্য খাওয়াও, শান্তি বিস্তার কর, এইভাবে জীবন যাপন করতে পারলে শান্তির সাথে বেহেশতে প্রবেশ করতে পারবে।" [তিরমিজি শরীফ]

আল্লাহ্‌ বলেন, "তুমি সৎ ব্যবহার দ্বারা অসৎকে দূর কর, তাহলে দেখবে, যার সাথে তোমার ঘোর শত্রুতা ছিল, সে অবিলম্বে তোমার প্রাণের বন্ধুতে পরিণত হয়েছে।" [আল কুরআন, ৪১:৩৪]

"যে আল্লাহর দর্শন লাভ করতে আকাঙ্খা করে, তার জানা উচিত যে, নিশ্চয়ই আল্লাহ্‌ কর্তৃক নির্দিষ্ট সময় তার আকাঙ্খা পূর্ণ হবে।" [আল কুরআন, ২৯:৫]

হযরত (সঃ) বলেন, "মৃত্যু একটি সেতু, যা আশেককে মাশুকের সাথে মিলিয়ে দেয়।"